নয়াদিল্লি: দু’দিন ধরে ঘরে ঝুলছে মায়ের মৃতদেহ, সেই ঘর থেকেই উদ্ধার দেড় মাসের শিশু। উত্তর দিল্লির সুবজি মান্ডি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বছর ২৩-এর দীপা। দুদিন পর ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ওই ঘরেই ছিল তাঁর দেড় মাসের সন্তান। মেঝেতে পড়ে তারস্বরে কাঁদছিল সে।
জানা গিয়েছে, দুদিন ধরে দীপার দিদি তাঁকে বহুবার ফোন করা সত্ত্বেও সাড়া মেলেনি। এরপর তিনি দীপার বাড়ি আসেন। দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে খারাপ গন্ধ নাকে আসায় খবর দেন পুলিশে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে পুলিশ দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে দীপা। মেঝেতে পড়ে কান্নাকাটি করছে তাঁর দেড় মাসের বাচ্চা। পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে দেহ। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, স্বামীর সঙ্গে থাকতেন না দীপা। বিয়ের একবছর পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তাঁর। গত ৩-৪ মাস ধরে একাই থাকতেন তিনি। পুলিশ জানিয়েছে, স্বামীর বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগে এফআইআর করেছিলেন তিনি। দীপার পরিবারও জানিয়েছেন, সংসার জীবন সুখের ছিল না তাঁর। এই নিয়ে অবসাদে ভুগছিলেন তিনি। তবে ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা জানা যায়নি। দীপার ঘর থেকে মেলেনি কোনও সুইসাইড নোটও।
সন্তানের সামনেই দু’দিন ধরে ঘরে ঝুলন্ত অবস্থায় মায়ের মৃতদেহ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2016 05:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -