শ্রীনগর: কাশ্মীরের কুপওয়ারায় তাংধার সেক্টরের নিয়ন্ত্রণরেখা টপকে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৩ জঙ্গি। দু’দিন আগে এই এলাকাতেই সীমান্তরক্ষী বাহিনীর একটি চৌকির ওপর হামলা চালিয়েছিল এরা। হামলায় জখম হন ৩ জওয়ান।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, মৃত জঙ্গিদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এলাকাজুড়ে এখনও চলছে চিরুনি তল্লাশি।

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীরে অশান্তি এখনও অব্যাহত। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা ৬০ টপকেছে ইতিমধ্যেই। কাশ্মীর প্রসঙ্গে কথা চেয়ে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহতদের চিকিৎসায় দেশ থেকে ডাক্তার পাঠাতেও চেয়েছে তারা। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে চিঠি ধরিয়েছে ইসলামাবাদ। যদিও দিল্লি জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নিষ্প্রয়োজন। কথা যদি হয়, তাহলে তা হবে কাশ্মীরে রফতানি করা পাকিস্তানি সন্ত্রাসবাদ নিয়ে। তবে মুখে আলোচনার কথা বললেও পাকিস্তান যে কাশ্মীর অশান্ত রেখে ঘোলা জলে মাছ ধরাতেই বেশি আগ্রহী, রবিবার অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় তার ফের প্রমাণ মিলল।