উরিতে অনুপ্রবেশের ছক বানচাল, সেনার গুলিতে খতম চার জঙ্গি
ABP Ananda, web desk | 27 May 2017 09:38 AM (IST)
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। উরির রামপুর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনার গুলিতে চার জঙ্গির মৃত্যু হয়।অন্য কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চলছে তল্লাশি অভিযান।এদিন ভোরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে সেনার। এক সেনা আধিকারিক জানিয়েছেন, এরপরই জঙ্গি ও সেনার মধ্যে গুলির লড়াই শুরু হয়। অন্যদিকে, পুলওয়ামা জেলার ত্রালেও সেনা-জঙ্গি গুলির লড়াই। সাইমু এলাকায় তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রাত থেকে দফায় দফায় গুলির লড়াই চলছে বলে পুলিশ সূত্রের খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত ৯ টা নাগাদ হারদুমীরে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।