শ্রীনগর: সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তান কাশ্মীরে জঙ্গি সরবরাহ বন্ধ করলেই সীমান্তে শান্তি ফিরে আসবে। এই বিবৃতির পর ঘণ্টাকয়েক কাটতে না কাটতেই জম্মু কাশ্মীরের তাংধর সেক্টরে ৫ জঙ্গিকে গুলি করে মারল সেনা। গুলির লড়াই এখনও চলছে।

সেনাপ্রধান গতকাল বলেন, আমরা সীমান্তে শান্তি চাই কিন্তু পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় প্রাণহানি, সম্পত্তিহানি ঘটছে। ফলে আমাদেরও প্রত্যাঘাত করতে হচ্ছে। যদি পাকিস্তান সত্যিই শান্তি চায় তবে তাদের অনুপ্রবেশ বন্ধ করাতে হবে।

গত সপ্তাহে রমজান মাসের কারণে জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্র। যদিও জানিয়ে দেয়, প্রত্যাঘাত করার বা নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার অধিকার সেনার রয়েছে।