শ্রীনগর: উত্তর কাশ্মীরের নগাঁম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, সেটা খতিয়ে দেখছেন সেনা জওয়ানরা।
সেনাবাহিনীর এক আধিকারিক বলেছেন, গতকাল রাতেই সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে জওয়ানদের। আজ ভোরে জঙ্গিদের দেখতে পাওয়া যায়। এরপরেই শুরু হয় গুলির লড়াই। তাতেই তিন জঙ্গির মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পুঞ্চ সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল রাত থেকে মর্টার হানার পাশাপাশি ছোটমাপের আগ্নেয়াস্ত্র থেকেও গুলি চালাতে থাকে পাক সেনা। আজ দুপুর একটা পর্যন্ত গোলাবর্ষণ চলতে থাকে। পাক হামলায় পুলিশের একটি ব্যারাক এবং বাণিজ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেও ব্যাট হানা, দুবার অনুপ্রবেশের চেষ্টা এবং ২৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। ভারতীয় সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে।
কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, খতম তিন জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 03:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -