মুম্বই: 'মন্ত্রীর ঘনিষ্ঠ' এই পরিচয়ে জেট এয়ারওয়েস-এর বিমান বহুক্ষণ দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল গুজরাতের এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
সূত্রের খবর, জেট এয়ারওয়েসের ওই বিমানে ৮০ জনের একটি দলের একসঙ্গে যাওয়ার টিকিট বুক করা ছিল। ভোপালে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু প্লেন ছাড়ার সময়ও বিমানবন্দরে এসে পৌঁছতে পারেননি দলের ১৭ জন। তাঁদের জন্য জোর করে বিমান থামিয়ে রাখার অভিযোগ ওঠে ওই পরিবারের বাকি যাত্রীদের বিরুদ্ধে। তাঁরা জানায়, ওই ১৭ জনকে না নিলে বাকি ৮০ জনও নেমে যাবেন প্লেন থেকে।
কিন্তু ১৭ জন দেরি করায় তাঁদের বুকিং বাতিল করে অপেক্ষারত অন্য যাত্রীদের ওই বিমানে যাওয়ার ব্যবস্থা করে দেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পৌঁছে যান ওই পরিবারের ১৭ সদস্য। ওই পরিবার হুমকি দেয় তাঁদের ১৭ জনকে না নিলে সবাই একসঙ্গে নেমে যাবেন প্লেন থেকে। শেষমেশ 'প্রভাবশালী' ওই পরিবারের চাপের মুখে নতি স্বীকার করতে হয় কর্তৃপক্ষকে। তাঁদের পরিবারের ১৭ জনকেই বিমানে যাওয়ার অনুমতি দিতে হয় কর্তৃপক্ষকে। তাঁদের জায়গায় যেসব যাত্রীদের যাওয়ার ব্যবস্থা করেছিল বিমান সংস্থা, তাঁদের বুকিং বাতিল করা হয়। সেইসঙ্গে ক্ষতিপূরণও দেয় কর্তৃপক্ষ।
জেট এয়ারওয়েস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত কারণে অতিথিদের জায়গা দিতে পারিনি আমরা।