অভিযোগ, ট্যুইটার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে তথ্য, প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আর্জি কালামের আত্মীয়র
Web Desk, ABP Ananda | 30 Jul 2018 02:09 PM (IST)
রামেশ্বরম: ট্যুইটার থেকে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বিষয়ে অনেক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন তাঁর আত্মীয় শেখ দাউদ কালাম। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ট্যুইটারে ‘কালাম সেন্টার’ নামে একটি পেজ আছে। সেই অ্যাকাউন্ট তাঁদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন দাউদ। প্রয়াত রাষ্ট্রপতির এই আত্মীয় আরও দাবি করেছেন, ট্যুইটারে অ্যাকাউন্ট তৈরিতে কালামকে সাহায্য করেছিলেন ভারতীয় সামরিক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শ্রীজনপাল সিংহ। ২০ লক্ষ তরুণ-তরুণী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই অ্যাকাউন্ট চালাচ্ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। ২০১৬ সালে তিনি প্রয়াত হওয়ার পর তাঁর ভাইকে সেই অ্যাকাউন্টের দায়িত্ব দিতে বলা হয় শ্রীজনপালকে। কিন্তু সেটা না করে তিনি ট্যুইটারে ‘কালাম সেন্টার’ নামে নতুন পেজ খোলেন। কালামের অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নতুন পেজে দেওয়া হয়। এটা বেআইনি কাজ। তাই সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রক, তথ্য-প্রযুক্তি মন্ত্রক ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ট্যুইটারে ‘কালাম সেন্টার’ নামে ওই পেজের বায়োতে অবশ্য লেখা রয়েছে, ‘এটি একটি অলাভজনক সংস্থা। ড. আবদুল কালামের চিন্তাভাবনা ও কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।’