চেন্নাই: তামিলনাড়ুর সিঙ্গাপেরুমল কোলির মাহিন্দ্রা ওয়ার্ল্ড সিটিতে রহস্যজনকভাবে এক তথ্য-প্রযুক্তি কর্মীর মৃত্যু হল। মঙ্গলবার রাতে ইনফোসিসে কর্মরত ওই যুবককে সংস্থার ক্যাম্পাসেই রেস্টরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীরা এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছেন না।
ইনফোসিসের পক্ষ থেকে ইল্লাইয়ারাজা অরুণাচলম (৩০) নামে ওই কর্মীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বলা হয়েছে, তাঁর পরিবার-পরিজনদের সমবেদনা জানানো হচ্ছে। ইল্লাইয়ারাজার পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে। তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।
পিএমকে-র যুব শাখার নেতা অন্বুমনি রামডসের অভিযোগ, ইল্লাইয়ারাজার মৃত্যুর ঘটনায় কয়েকটি বিষয়ে সন্দেহ রয়েছে। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া উচিত রাজ্য সরকারের। ইনফোসিস ও রাজ্য সরকারের উচিত ইল্লাইয়ারাজার পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া।
তামিলনাড়ুতে তথ্য-প্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2017 07:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -