পুণে: পুণের হিনজাওয়াড়ির রাজীব গাঁধী ইনফোটেক পার্কে অফিসেই খুন হলেন এক মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী। গলায় কম্পিউটারের তার জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


পুণের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বৈশালী যাদব জানিয়েছেন, খুন হওয়া মহিলার নাম কে রসিলা রাজু (২৫)। তিনি কেরলের বাসিন্দা ছিলেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই মহিলা রবিবার বিকেল পাঁচটা নাগাদ খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। রাত আটটা নাগাদ পুলিশকে ফোন করে এই খুনের খবর দেওয়া হয়।

তদন্তকারীরার ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, রবিবার ছুটির দিন হলেও, কিছু কাজ থাকায় অফিসে গিয়েছিলেন রসিলা রাজু। তাঁকে ফোন করে সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীদের খবর দেন ম্যানেজার। নিরাপত্তারক্ষীরা গিয়ে দেখতে পান, অচেতন অবস্থায় পড়ে আছেন ওই মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।

গত মাসেই পুণেতে খুন হন কলকাতার অন্তরা দাস। গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় খুন করা হয় এই তথ্য-প্রযুক্তি কর্মীকে। ফের এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে পুণেতে তথ্য-প্রযুক্তি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।