পুণেতে মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী খুনের কিনারা, গ্রেফতার নিরাপত্তারক্ষী
Web Desk, ABP Ananda | 30 Jan 2017 11:15 AM (IST)
পুণে: পুণেতে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুনের কিনারা করতে সক্ষম হল পুলিশ। কে রসিকা রাজু (২৫) নামে ওই যুবতীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অফিসের নিরাপত্তারক্ষীকে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত আটটা নাগাদ পুণের হিনজাওয়াড়ির রাজীব গাঁধী ইনফোটেক পার্কে অফিসের ১০ তলায় কনফারেন্স রুম থেকে উদ্ধার হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রসিকা রাজুর দেহ। মুখে আঘাতের চিহ্ন ছিল। গলায় কম্পিউটারের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। গতকাল বিকেল ৫টা নাগাদ অফিসের ক্যাফেটেরিয়ায় যাচ্ছিলেন রসিকা। সেসময় নিরাপত্তারক্ষী ভবেন সইকিয়া তাঁর দিকে অশালীনভাবে তাকায় বলে অভিযোগ। এর আগেও একই ঘটনা ঘটায়, বিষয়টি নিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ করার হুমকি দেন রসিকা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওই নিরাপত্তারক্ষী রসিকাকে মারধর করে, কম্পিউটারের তার জড়িয়ে খুন করে। খুনের সময় বেঙ্গালুরুর অফিসের দুই সহকর্মীর সঙ্গে অনলাইন ছিলেন রসিকা। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে, সহকর্মীরা পুণে অফিসে খবর দেন। এরপরই রসিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল ওই নিরাপত্তারক্ষী। পরে মুম্বই সিএসটি স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।