বললেন, 'শান্তির চাবিকাঠি' আছে ওদের হাতেই, পাকিস্তানের সঙ্গে যত শীঘ্র সম্ভব আলোচনা প্রক্রিয়ার উদ্যোগ নিতে মোদীকে আবেদন মেহবুবার
Web Desk, ABP Ananda | 31 Mar 2018 09:50 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে যত শীঘ্র সম্ভব আলোচনা প্রক্রিয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে আবেদন মেহবুবা মুফতির। আজ নিজের দল পিডিপির সমর্থক কাশ্মীরী পন্ডিতদের আয়োজিত এক অনুষ্ঠানে মেহবুবা যুদ্ধ কখনই রাস্তা হতে পারে না বলে অভিমত জানান। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, সমঝোতার মন্ত্রই আমাদের অনুসরণ করা উচিত, তাই, মোদীজীকে পাকিস্তানের সঙ্গে কথা বলার অনুরোধ করছি। প্রতিবেশী দেশটির কাছ থেকে আমাদের এই প্রতিশ্রুতি আদায় করতে হবে যে, নিজেদের ভূখণ্ডকে ওরা ভারত-বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে দেবে না। সবচেয়ে বড় কথা, আমরা সকলেই জানি, শান্তির চাবিকাঠি পাকিস্তানের হাতেই আছে, কেননা ওরাই আমাদের রাজ্যে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এও বলেন, কাশ্মীর উপত্যকায় আজাদির স্লোগান বদলে দেওয়ার চেষ্টা করা উচিত। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর যদি বাস্তব হয়, তবে এটাও সম্ভব। কেন জম্মু ও কাশ্মীর মধ্য এশিয়ার দেশগুলিতে যাওয়ার দরজা হয়ে উঠতে পারে না? নতুন নতুন পথ খুলে গেলে আপনা আপনিই আজাদির স্লোগান বদলে যাবে। মেহবুবা আরও বলেন, ভারত, পাকিস্তানের যুদ্ধ হবে না। ২০০১ সালে সংসদ হামলার পরে দুটি দেশের সেনাদের সীমান্তে এক বছরের জন্য মোতায়েন রাখা হয়েছিল। তখন যদি যুদ্ধ না হয়ে থাকে, তবে আজও হবে না কেননা দুটি দেশই জানে যুদ্ধের ফল ভয়াবহ হবে।