নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রমাদিত্য’-তে লেগে যাওয়া আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল এক নৌ-অফিসারের। এদিন নৌসেনার তরফে জানানো হয়েছে, কর্নাটকের কারবর বন্দরে ঢোকার সময়ে আচমকা বিশাল জাহাজের একাংশে আগুন লেগে যায়। আগুন নেভানোর কাজ করার সময় ওই অফিসারের মৃত্যু ঘটে।
নৌসেনার এক মুখপাত্র জানান, লেফটেন্যান্ট কমান্ডার ডি এস চৌহান আগুন নেভানোর কাজে নেতৃত্ব দিচ্ছিলেন। যেখানে আগুন লাগে সেখানে প্রচণ্ড আগুন ও ধোঁয়ায় ভর্তি ছিল। ভেতরে গিয়ে তিনি ওই ধোঁয়ায় অচৈতন্য হয়ে পড়েন।
মুখপাত্র জানান, দ্রুত ব্যবস্থা নিতে গিয়েই ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয় ওই অফিসারের। তবে, ওই ব্যবস্থাগ্রহণের ফলে, জাহাজের অস্ত্রাগারের কোনও ক্ষতি হয়নি।
উদ্ধার করে চৌহানকে কারবরে নৌ-হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি বোর্ড অফ ইনক্যুয়ারি গঠন করা হয়েছে।