নয়াদিল্লি: ২০০৮ সালে বাটলা হাউস এনকাউন্টারে নিহত পুলিশ ইনস্পেক্টর মোহন চাঁদ শর্মাকে মরণোত্তর সাহসিকতার মেডেল দেওয়া হল। তিনি দিল্লি পুলিশের স্পেশাল সেলে কর্মরত ছিলেন। যে সব পুলিশকর্মীরা পদক পাবেন তাঁদের নাম শুক্রবার ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাহসিকতার জন্য এ বার ২১৫ জন পুলিশকর্মী পুরস্কৃত হয়েছেন। উল্লেখযোগ্য কাজের জন্য ৮০ জন পুলিশকর্মী রাষ্ট্রপতি পদক পেয়েছেন, প্রশংসনীয় কাজের জন্য সম্মানিত হয়েছেন ৬৩১ জন।
বাটলা হাউসে পাঁচ জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়ে অভিযানে গিয়েছিল পুলিশ বাহিনী। সংঘর্ষে ৪৪ বছর বয়সী মোহনের শরীরে তিনটি বুলেট লাগে। ওই বছরের ১৯ সেপ্টেম্বর হাসপাতালে মারা যান মোহনচাঁদ। ১৯৮৯ সালে তিনি দিল্লি পুলিশে যোগ দেন। ১৯৯৫ সালে পদোন্নতির পরে তিনি ইনস্পেক্টর হন। এই নিয়ে সাতবার সাহসিকতার জন্য পুরস্কৃত হলেন মোহন।
বাটলা হাউস এনকাউন্টারে হত পুলিশকর্মীকে পদক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2020 07:24 PM (IST)
১৯৯৫ সালে পদোন্নতির পরে তিনি ইনস্পেক্টর হন। এই নিয়ে সাতবার সাহসিকতার জন্য পুরস্কৃত হলেন মোহন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -