রোহিঙ্গারা বেআইনি ভাবে আধার, প্যান ও ভোটার কার্ড পাচ্ছে, খবর আছে, সংসদে কেন্দ্রীয় মন্ত্রী
Web Desk, ABP Ananda | 03 Jan 2018 04:48 PM (IST)
নয়াদিল্লি: অবৈধ ভাবে কিছু রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুর আধার, প্যান ও ভোটার কার্ডের মতো বৈধ নাগরিকত্ব প্রমাণের সরকারি নথি জোগাড় করার ঘটনা সরকারের নজরে এসেছে বলে জানালেন কিরেন রিজিজু। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। যদিও এ দেশে কিছু লোক রোহিঙ্গাদের বেআইনি ভাবে আশ্রয় দিচ্ছে, এমন কোনও সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে নেই বলে জানান রিজিজু। এ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের আধার, প্যান, ভোটার কার্ড পাওয়ার খবর সত্যি বলে দেখা গেলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নথি বাতিল করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ভারতে বর্তমানে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছে বলে জানান রিজিজু।