নয়াদিল্লি: এই মেয়ের সোনার প্রতি কোনও আকর্ষণ নেই। সে চায়, শুধুই বই!

মালয়ালিদের সোনা-প্রীতি নাকি প্রবল। বিয়েতে যৌতুক হিসাবে সোনা চাওয়ার চল রয়েছে তাঁদের মধ্যে। কিন্তু কেরলের মালাপ্পুরমের মেয়ে সহলা নেচিইল অন্য ধাতুতে গড়া। সে বিয়েতে মেহর (যৌতুক) হিসাবে পাত্রপক্ষের কাছে সোনা-গহনার বদলে দাবি করে বসেছে ৫০টি বই! মুসলিম সম্প্রদায়ের কাছে এমন ‘অদ্ভূত’ দাবির মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট সহলা। সে বলেছে, মালাপ্পুরমের মুসলিমদের দেখাতে চাই, দু তরফের মধ্য সোনা-গহনার পরিমাণ নিয়ে দরকষাকষি ছাড়াই বিয়ে হতে পারে। মেহর পাত্রীর অধিকার, পাত্র  তা প্রত্যাখ্যান করতে পারে না বলে জানিয়েছে সে।

পাত্র আনিস নাদোদি সহলার দাবি পূরণ করতে পেরে বেজায় খুশি। সহলা তাঁকে ৫০টি বইয়ের লিস্ট ধরিয়ে দেওয়ার পর বিপুল উত্সাহে তিনি সেগুলি বেঙ্গালুরু গিয়ে সেগুলি কিনে এনেছেন। তাঁদের বিয়ে হয়ে গেল ১১ আগস্ট।

 

তবে দুই বাড়ির আত্মীয়স্বজনেরা সহলার সোনা-গহনার বদলে যৌতুক হিসাবে বই চাওয়া মেনে নিতে পারছেন না। তাঁরা অখুশি, জানিয়েছেন সহলাই। তবে এ ব্যাপারে তাঁর স্পষ্ট অবস্থান, যা করেছি, ইসলামের বিধান মেনেই।