বেঙ্গালুরু: স্কুলে সামার ক্যাম্পে এক চার বছরের মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে নৃত্য শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার পিটার (২১) নামে ওই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার শিশুটিকে যৌন হেনস্থা করে পিটার। মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। এরপরেই সে বাবা-মাকে গোটা ঘটনা জানায়। তার বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে গেলে নির্যাতনের বিষয়টি স্পষ্ট হয়। এরপর হাসপাতালে যান মেয়েটির বাবা-মা। সেখানেও চিকিৎসকরা একই কথা বলেন।

এরপরেই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হওয়ার পর জেরার মুখে পিটার নিজের অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্থা প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।