ভিডিও সৌজন্যে- এএনআই/টুইটার ভিডিওতে দেখুন: তীব্র গরম, তপ্ত মেঝেতে ওমলেট বানালেন তেলেঙ্গানার গৃহবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2016 03:59 AM (IST)
করিমনগর (তেলঙ্গানা) : তেলঙ্গানায় তীব্র তাপপ্রবাহ চলছে। আর গরম যে কতটা তার একটা নমুনা পেশ করলেন এক মহিলা। বাড়ির তপ্ত মেঝেতে ডিমের ওমলেট বানালেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ডিম ফাটিয়ে তিনি মেঝেতে দিতেই তা জমে গেল। যেমনটা, উনুনে কড়াইতে দিলে হয়। হায়দরাবাদ আবহাওয়া দফতর জানিয়েছে, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রায়লসীমায় আগামী দুদিন তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়ামের মধ্যে থাকবে। তীব্র গরমের কারণে তেলঙ্গানায় স্কুলগুলিতে আগাম গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে।