কাশ্মীরে ক্ষণে ক্ষণে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা!
Web Desk, ABP Ananda | 18 Feb 2017 05:33 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরেও বাড়ছে তাপমাত্রা! সেটাও আবার শীতকালে। বছরের এই সময় সর্বনিম্ন তাপমাত্রা যা থাকার কথা, তার চেয়ে পাঁচ ডিগ্রি বেশি হয়ে গিয়েছে। থেমে থেমে হওয়া বৃষ্টিই এর জন্য দায়ী বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের এক মুখপাত্র বলেছেন, শ্রীনগরে বছরের এই সময় স্বাভাবিক তাপমাত্রা থাকে এক ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গত রাতে ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলেই তাপমাত্রা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত সক্রিয় থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝা। শ্রীনগর ছাড়া জম্মু ও কাশ্মীরের অন্যান্য শহরগুলির তাপমাত্রা অবশ্য খুব একটা বাড়েনি। কোকেরনাগের তাপমাত্রা ৩.৯ ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্দের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি, কুপওয়ারারা তাপমাত্রা ৩.৩ ডিগ্রি, পহলগামের তাপমাত্রা ১.৮ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গ, কার্গিল, লেহর তাপমাত্রা হিমাঙ্কের নীচেই অবস্থান করছে।