রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘বর্তমানে দেশে প্রতি হাজার নাগরিকের মধ্যে ১.৭ জন নার্স আছেন। সারা বিশ্বে মানুষের ২.৫ শতাংশ নার্স। ভারতে নার্সের সংখ্যা বাড়ছে। ২০১৭ সালের মার্চ পর্যন্ত গত কয়েক বছরে স্বীকৃত নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে এটা যথেষ্ট নয়। দেশে নার্সের সংখ্যা বাড়াতে হবে। সারা বিশ্ব ভারতের নার্সদের সেবা ও নিষ্ঠার কথা জানে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলিতে প্রচুর ভারতীয় নার্স আছেন। আজ যে নার্সদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হল, তাঁরা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারার প্রতিনিধি।’
আজ রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। তাঁরাও নার্সদের শুভেচ্ছা জানান।