নয়াদিল্লি: ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। আয়ুষ মন্ত্রী শ্রীপাদ নায়েক এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, যোগব্যায়াম ভোরবেলা হয়, তাই ২১ তারিখ গোটা দিন ছুটি ঘোষণা নিষ্প্রয়োজন। তবু তাঁর মন্ত্রক এ ব্যাপারে সর্বোচ্চ স্তরে প্রস্তাব রাখবে, যাতে যোগাভ্যাসের মত একটি সদর্থক অভ্যাসকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়। তিনি জানিয়েছেন, গত বছর যখন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন শুরু হয়, তখনও ছুটির ব্যাপারে কোনও আবেদন জমা পড়েনি। এ বছর তেমন কোনও আবেদন এলে বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন তিনি।

‘ওম’ উচ্চারণ সংক্রান্ত বিতর্ক নিয়ে নায়েক জানিয়েছেন, ‘ওম’ মন্ত্রোচ্চারণ না করলে যোগব্যায়াম সম্পূর্ণ হয় না, তাই তাকে যোগাভ্যাসের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কেউ চাইলে ‘ওম’ বাদও দিতে পারেন। এ বছরও যোগ দিবসের অনুষ্ঠানে সূর্য নমস্কার থাকছে না জানিয়ে তিনি বলেছেন, যাঁরা নতুন যোগ শিখছেন, তাঁদের পক্ষে সূর্য নমস্কারের মত একটি জটিল ব্যায়াম ৪৫ মিনিটের মধ্যে শেষ করা কঠিন।

গত বছর নয়াদিল্লির রাজপথে পালিত হয়েছিল যোগ দিবস। অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এ বছর অনুষ্ঠানটি হবে চণ্ডীগড়ে।