আলিগড়: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)-তে মহম্মদ আলি জিন্নার ছবি ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অশান্তির কারণে আলিগড় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। গুজব ছড়ানো আটকাতে আজ দুপুর ২ টো থেকে আগামীকাল মধ্যরাত ১২ টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র ভূষণ সিংহ। তাঁর নির্দেশে বলা হয়েছে, কিছু সমাজবিরোধী লোকজন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ভিডিও-র মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সংহতিকে ব্যাহত করার চেষ্টা করতে পারে বলে প্রশাসনের নজরে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
আলিগড়ে উত্তেজনা বহাল রয়েছে। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের বাব-ই-সৈয়দ গেটে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। এই জায়গাতেই গতকাল পুলিশের সঙ্গে পড়ুয়ারা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। গত দুদিন ধরে তাঁরা ক্লাসও বয়কট করছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অশান্তি এড়াতে আলিগড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2018 05:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -