নয়াদিল্লি: গতকাল  দিল্লি-চণ্ডীগড় হাইওয়ের উপর পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়া বিশ্বজয়ী ভারত্তোলক সক্ষম যাদবের মৃত্যু হল। তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল এইএমসের ট্রমা কেয়ার সেন্টারে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গতকাল ভোর চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। সক্ষম সহ ৬ ক্রীড়াবিদ দিল্লি থেকে পানিপথ যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁদের ভারত্তোলন সংক্রান্ত জিনিসপত্র। দিল্লি ও হরিয়ানার মাঝখানে সিংঘু সীমানার আলিপুর গ্রামের কাছে ঘটে দুর্ঘটনা। প্রথমে রোড ডিভাইডারের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এরপর একটি খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। এত জোরে ধাক্কা লাগে, তাঁদের গাড়ির ছাদ সম্পূর্ণ উড়ে যায়। চারজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে পানীয়র বোতল উদ্ধার হয়েছে। তাই চালক মাদকাসক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সক্ষমের মাথায় মারাত্মক আঘাত লাগে। মস্তিষ্কের ভিতর অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।