নয়াদিল্লি: বুধবার আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে আগামীকাল লখনউয়ের অম্বেডকর স্টেডিয়ামে যোগব্যায়ামের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীরাম নায়েক ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবারই, লখনউয়ে পৌঁছে যান মোদী। অনুষ্ঠানের কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করা হয়েছে। একইভাবে, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, আগামীকালের অনুষ্ঠানে প্রায় ৫৫ হাজার মানুষ অংশগ্রহণ করবেন। আগামীকাল, সকাল সাড়ে ৬টা নাগাদ মঞ্চে পৌঁছবেন মোদী। পরের আধ-ঘণ্টা বক্তব্য পেশ করবেন মোদী, আদিত্যনাথ। এরপর, সকাল ৭টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে আসন। সূত্রের খবর, আগামীকাল, ৪৫ মিনিটে মোট ২৫টি বিভিন্ন আসন করবেন প্রধানমন্ত্রী।
এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কোন কোন আসন করবেন—
বৃক্ষাসন, পদহস্তাসন, অর্ধচক্রাসন, ত্রিকোনাসন, ভদ্রাসন, বজ্রাসন, উষ্ট্রাসন, শশকাসন, উত্তানমণ্ডুকাসন, বক্রাসন, মকরাসন, ভুজঙ্গাসন, শলভাসন, সেতুম্বধাসন, উত্তানপদাসন, অর্ধহলাসন, পবনমুক্তআসন, শবাসন, তাড়াসন, কপালভাতি, প্রাণায়ম