জম্মু: জম্মুর আর্নিয়া সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এক অনুপ্রবেশকারীকে গুলি করে মারলেন বিএসএফ জওয়ানরা। আজ বিকেল ৩.৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে।

বিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্তে জড়ো হয়ে বিএসএফ-এর চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরই মধ্যে এক অনুপ্রবেশকারী বেষ্টনী টপকে ভারতের মাটিতে লাফিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মারা হয়। পাকিস্তানি জঙ্গিদের গুলির পাল্টা জবাবও দিচ্ছে বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে।

অন্যদিকে, আজই জম্মু ও কাশ্মীরের সোপোর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাদের কাছ থেকে এ কে ৪৭ রাইফেল সহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হয়েছে। সোপোর ও বারামুলায় বন্ধ রয়েছে স্কুল কলেজ। জঙ্গিদের সাহায্যে পাথরবাজদের জড়ো হওয়া আটকাতে সোপোরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ।