চণ্ডীগড়: পঞ্জাবের গুরদাসপুর সেক্টরে ধিন্দা পোস্টে বিএসএফ-এর গুলিতে মৃত্যু এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বামিয়াল এলাকায় সীমান্তে সন্দেহভাজন গতিবিধি নজরে আসে বিএসএফ-এর। সেনাবাহিনী দেখে, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে এক ব্যক্তি। বিএসএফ তাকে থামতে বললেও এগিয়ে যায় সে। গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা। গুলিতে মৃত্যু হয় অনুপ্রবেশকারীর।

এরইমধ্যে, গতকাল পঞ্জাব পুলিশ, হিমাচলপ্রদেশ পুলিশ এবং সেনা পাঠানকোটে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। স্থানীয় লোকজন জানায়, ৪-৫ জন সন্দেহজনক লোককে এলাকায় ঘুরে বেড়াতে দেখেছেন তাঁরা। তাদের কাছে অস্ত্র ছিল বলেও দাবি বাসিন্দাদের। এরই প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ এবং সেনা। পঞ্জাব ও হিমাচল প্রদেশের পার্বত্য এলাকায় তল্লাশি চালায় সোয়াত কম্যান্ডো সহ ২৫০ নিরাপত্তারক্ষী।

উল্লেখ্য, গত জানুয়ারিতেই পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। জুলাই-এও পঞ্জাবের গুরদাসপুর জঙ্গিদের টার্গেট হয়।