মাল্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তদন্তকারী সংস্থাগুলি, জানালেন অর্থমন্ত্রী
Web Desk, ABP Ananda | 19 Apr 2017 04:14 PM (IST)
নয়াদিল্লি: বিজয় মাল্যকে ব্রিটেন থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করছে তদন্তকারী সংস্থাগুলি। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় সরকার এবং সব তদন্তকারী সংস্থা মাল্যকে ভারতে ফিরিয়ে আনতে সবরকমভাবে চেষ্টা করছে। কারণ, তদন্তকারী সংস্থাগুলি মনে করে, মাল্য অপরাধ করেছেন। সেই ঘটনার তদন্তের জন্য তাঁকে ভারতে নিয়ে আসা প্রয়োজন।’ গতকাল লন্ডনে গ্রেফতার হন মাল্য। ভারতের অনুরোধেই প্রতারণার অভিযোগে মাল্যকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। পরে অবশ্য তিনি ৬,৫০,০০০ পাউন্ডের বিনিময়ে জামিন পেয়ে যান। ১৭ মে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজিরা দিতে হবে মাল্যকে। এ বিষয়ে জেটলি বলেছেন, মাল্যকে প্রত্যর্পণের বিষয়টি ব্রিটেনের বিচার বিভাগের অধীন। সব দিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকারও বেশি অর্থ ঋণ নিয়ে শোধ না করে গত বছরের ২ মার্চ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন মাল্য। কেন্দ্রীয় সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে দিয়েছে। ব্রিটেনের সঙ্গে প্রত্যর্পণের চুক্তি থাকায় মাল্যকে দেশে ফেরানোর আবেদন জানিয়েছে ভারত। সেই আবেদনে ব্রিটিশ সরকার সাড়া দেবে বলেই আশা ভারতের।