আইএনএক্স মিডিয়া মামলায় ৩ জুলাই পর্যন্ত গ্রেফতার নয়, অন্তর্বর্তী সুরক্ষা চিদম্বরমকে
Web Desk, ABP Ananda | 31 May 2018 07:40 PM (IST)
নয়াদিল্লি:আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ৩ জুলাই পর্যন্ত গ্রেফতার করা যাবে না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। বিচারক এ কে পাঠক অবশ্য সিবিআই ডাকলেই জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে, তদন্তে সহযোগিতা করতে চিদম্বরমকে নির্দেশ দিয়েছেন। সিবিআইকেও নোটিস দিয়ে চিদম্বরমের আগাম জামিনের আবেদনের ব্যাপারে তাদের বক্তব্য জানতে চেয়েছে আদালত, ৩ জুলাই পরবর্তী শুনানি ধার্য করে বলেছে, ততদিন পর্যন্ত শীর্ষ কংগ্রেস নেতাকে তারা গ্রেফতার করতে পারবে না। চিদম্বরমের হয়ে কপিল সিবাল, সলমন খুরশিদরা সওয়াল করেন, তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি সহযোগিতাই করবেন। যদিও সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা চিদম্বরমের আবেদনের বিরোধিতা করে বলেন, ওনার উচিত ছিল হাইকোর্টের পরিবর্তে আগে নিম্ন আদালতে রেহাই চাওয়া। ওনাকে সিবিআইয়ের জারি করা নোটিস অনুসারে জেরার জন্য ডাকা হয়েছে। আইন দেশের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে সমান। হাইকোর্ট বলে, এএসজি বিবৃতি দিয়ে জানান যে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত সিবিআই তাঁকে গ্রেফতার করবে না, নয়তো তাঁকে আমাদের রক্ষা করতে হবে, কারণ তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন। চিদম্বরমের আগাম জামিনের আবেদনে বলা হয়, এফআইআরে তাঁর নাম নেই, অথচ এই মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলেছে সিবিআই। আইএনএক্স মিডিয়া মামলায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগে গতকালই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এয়ারসেল-ম্যাক্সিস মামলায় গ্রেফতারি এড়াতে নিম্ন আদালতে আবেদন করেন চিদম্বরম। চিদম্বরম ৩৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস ডিল ও ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের ভূমিকা খতিয়ে দেখছে তদন্ত সংস্থাগুলি। তিনি প্রথম ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকার সময়ই ওই দুটি উদ্যোগে এফআইপিবি-র ছাড়পত্র দেওয়া হয়েছিল। দুটি ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। ২০০৭ সালে চিদম্বরম কেন্দ্রে মন্ত্রী থাকাকালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা নেওয়ায় আইএনএক্স মিডিয়াকে এফআইপিবি ছাড়পত্র দেওয়ায় অনিয়মের অভিযোগের ব্যাপারে গত বছর ১৫ মে এফআইআর দায়ের করে সিবিআই। মামলায় ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় চিদম্বরমের ছেলে কার্তিকে। ২৩ মার্চ জামিন পান তিনি।