নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। ইডি ও সিবিআই-এর দায়ের করা মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। ইডি-কে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন বিচারপতি এ কে পাঠক।
এর আগে গত ২৫ এপ্রিলও চিদম্বরমের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে হাইকোর্ট। এই কংগ্রেস নেতাকে তদন্তে সহযোগিতা করা এবং আদালতের আগাম অনুমতি ছাড়া দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইডি-কে নির্দেশ দেওয়া হয়, আজকের আগে পর্যন্ত চিদম্বরমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। আজ শুনানির সময় সিবিআই-এর আইনজীবী জানান, তাঁরা ইতিমধ্যেই জবাব দিয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি অল্পদিনের মধ্যেই হওয়া উচিত। কিন্তু বিচারপতি পাঠক বলেন, বিচারপতির সংখ্যা কম হওয়ায় তাঁদের উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি সম্ভব নয়। সরকারকে বিচারপতি নিয়োগেরও পরামর্শ দেন তিনি। চিদম্বরমের আইনজীবী রমেশ গুপ্তও বলেন, সরকার বিচারপতি নিয়োগ করছে না। ফলে মামলার চাপ বেড়ে যাচ্ছে।
৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি এবং ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় চিদম্বরমের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইউপিএ-১ সরকারের আমলে এই দু’টি চুক্তি হয়। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন চিদম্বরম। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের স্বস্তি, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2018 05:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -