নয়াদিল্লি: বৈদ্যুতিন যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক বাড়ার প্রভাব পড়ল আইফোনের উপরেও। ভারতের বাজারে আইফোনের দাম ৪.৩ শতাংশ বাড়ল। বিভিন্ন মডেলের আইফোনের দাম ৩,৭২০ টাকা পর্যন্ত বেড়েছে। ভারতের বাজারে আইফোন এক্স-এর দাম এখন ১,০৫,৭২০ টাকা। আইফোন এইট প্লাসের দাম ২,৭৫০ টাকা বেড়ে হয়েছে ৮৮,৭৫০ টাকা। আইফোন সিক্সের দাম ১,২৮০ টাকা বেড়ে হয়েছে ৩০,৭৮০ টাকা।
গত সপ্তাহেই বৈদ্যুতিন যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করে অর্থমন্ত্রক। স্থানীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এরপরেই দাম বাড়ল আইফোনের। তবে যেহেতু আইফোন এসই এ বছরের জুন থেকে ভারতে অ্যাসেম্বেলড হচ্ছে, তাই এই মডেলটির দাম বাড়েনি।
আমদানি শুল্ক বাড়ার ফলে মহার্ঘ্য হল আইফোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2017 04:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -