মুম্বই: বাজারে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত আইফোন এক্স। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যাপলের এই নতুনতম স্মার্টফোন আইফোনপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। মুম্বইয়ে দেখা গেল এমনই এক আইফোন পাগলকে। ঘোড়ায় চড়ে, ব্যান্ড পার্টি নিয়ে ফোন কিনতে এলেন তিনি।
এঁর নাম মহেশ পাল্লিভাল, থাকেন থানেয়। গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ তিনি থানের হরিনিবাস এলাকায় আইফোন এক্স কিনতে আসেন ঘোড়ায় চড়ে। সঙ্গে ঢাক ঢোল সহযোগে ব্যান্ড পার্টি। ঘোড়া থেকে নামেনওনি মহেশ। দোকানের মালিক আশিস ঠক্কর নিজে বেরিয়ে এসে তাঁর হাতে আইফোনের বাক্স তুলে দেন।
আইফোন এক্সই এখনও পর্যন্ত অ্যাপলের সবথেকে দুর্মূল্য আইফোন। এর দাম শুরু ৮৯,০০০ টাকা থেকে, ১০২,০০০ টাকা পর্যন্ত। যাঁরা আগে অর্ডার দিয়েছিলেন, তাঁরাই এখন শুধু পাচ্ছেন এই আইফোন। গতকাল সন্ধে ৬টা থেকে ভারতে আইফোন এক্স বিক্রি শুরু হয়েছে।
ঘোড়ায় চড়ে, ঢোল বাজিয়ে আইফোন এক্স কিনতে এলেন এই ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2017 12:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -