আইপিএল-ফেমা মামলার বিচারের জন্য শাহরুখকে নোটিস ইডি-র
Web Desk, ABP Ananda | 20 Jul 2017 11:02 PM (IST)
মুম্বই: আইপিএল-এ বিদেশি অর্থে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হওয়া সংক্রান্ত ফেমা মামলার বিচারের জন্য শাহরুখ খান সহ কয়েকজনকে নোটিস দিল ইডি। ২৩ অগাস্ট শাহরুখকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক এই মামলার বিচার করবেন বলে জানা গিয়েছে। ২০০৮-০৯ সালে মরিশাসের একটি সংস্থাকে আসল মূল্যের চেয়ে অনেক কম দামে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের (কেআরএসপিএল) শেয়ার বিক্রি করার ফলে বিপুল বিদেশি মুদ্রার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ইডি-র। এ বছরের মার্চে শাহরুখ, তাঁর স্ত্রী গৌরী, অভিনেত্রী জুহি চাওলা এবং কেআরএসপিএলকে কারণ দর্শানোর নোটিস দেয় ইডি। গৌরী কেআরএসপিএল-এর ডিরেক্টর। শাহরুখের মতোই কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার। সেই কারণেই তাঁদেরও নোটিস দেয় ইডি। এবার সেই মামলারই নিষ্পত্তি করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।