তিরুবনন্তপুরম: গাড়িতে নিয়ে যাওয়ার সময় শিশুদের জন্য দরজার সেফটি লক ও আসন নিয়ে সতর্ক থাকা যে কতটা জরুরি, তা তুলে ধরতে আইপিএস অফিসার পঙ্কজ নেইন একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। যে ভিডিও নেইন শেয়ার করেছেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো। ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ি থেকে ব্যস্ত রাস্তায় পড়ে গিয়ে অত্যাশ্চর্যভাবে প্রাণে রক্ষা পেল একটি শিশু।
এই ফুটেজ প্রথমে গত ২৬ ডিসেম্বর ইউটিউবে পোস্ট করা হয়। কেরলে একটি নজরদারি ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় একটি গাড়ি বাঁক নেওয়ার সময় দরজা খুলে যায় এবং গাড়িতে থাকা এক শিশু রাস্তায় পড়ে যায়। সৌভাগ্যক্রমে রাস্তার অন্যান্য গাড়িগুলিকে শিশুটিকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে থেমে যায়। এরফলে আর বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
যে গাড়িতে শিশুটি যাচ্ছিল, সেই গাড়িটিও থেমে যায় এবং শিশুটিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে নেইন একটি সতর্কতামূলক বার্তাও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শিশুদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় চাইল্ড লক ও চাইল্ড সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত দরজা যাতে যথাযথভাবে বন্ধ ও চাইল্ড লক যাতে অন থাকে তা যাচাই করে নিন। চাইল্ড রেসট্রেন্ট সিটে শিশুদের বসান’।



ভিডিওটি ট্যুইটারে কয়েক হাজার বার দেখা হয়েছে। নেটিজেনরা প্রতিক্রিয়ায় তাঁদের ভিডিওটিতে দেখে শিউরে ওঠার কথা জানিয়েছেন।












গত বছরই কেরলে বাবা-মা ঘুমিয়ে পড়ার পর এক বছরের একটি শিশু গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। একটি জঙ্গলের কাছে রাস্তায় শিশুটিকে হামাগুড়ি দিতে দেখা গিয়েছিল। পরে অবশ্য শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।