কোয়েম্বাটোর: মুচির বিল মাত্র ১০ টাকা, স্মৃতি তাঁকে দিলেন ১০০ টাকা!
বিজেপি সূত্রের খবর, গতকাল এখানে ইশা ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগ দিতে আসা কেন্দ্রীয় বয়নমন্ত্রী স্মৃতি ইরানি বিমান থেকে নামতেই তাঁর জুতোর ফিতে ছিঁড়ে যায়। বিমানবন্দর থেকে প্রায় ১৬ কিমি দূরে পেরুরের কাছে এক মুচির সন্ধান মেলে। তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক বানাথি শ্রীনিবাসনকে নিয়ে গাড়ি থেকে নেমে মুচিকে জুতো সেলাই করে দিতে বলেন স্মৃতি। নিজে বসেন সেখানে রাখা টুলে। জুতো সেলাই করে মাত্র ১০টি টাকা চান মুচি। কিন্তু তাঁকে চমকে দিয়ে বাক্সে ১০০ টাকার একটি কড়কড়ে নোট রেখে দেন স্মৃতি। ভানাথির সঙ্গে মুচিকে বলেন, 'চেঞ্জ ভেন্দা' মানে বাকিটা ফেরত্ দিতে হবে না। খুশি হয় মুচি আরও কয়েকটি সেলাই মেরে দেন মন্ত্রীর জুতোয়।
গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। গরিব মুচির প্রতি স্মৃতির বদান্যতার ঢালাও প্রশংসা করেন নেটিজেনরা।
জুতো সেলাই, মুচিকে ১০০ টাকা স্মৃতির
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2016 02:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -