ইম্ফল: দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অধৈর্য্য হয়ে ব্যাঙ্কেই ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছে, টাকা তোলার লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে থাকায় ধৈর্য্যের বাঁধ ভাঙে গ্রাহকদের। মণিপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি শাখায় তান্ডব চালায় তারা। ঘটনায় আহত এক পুলিশকর্মী।

জানা গিয়েছে, এসবিআই-এর মণিপুর বিশ্ববিদ্যালয় শাখায় ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। গ্রাহকদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন শ্যাম সিংহ নামে এক পুলিশকর্মী। তবে তাঁর আঘাত সেরকম গুরুতর নয়।

ইম্ফলের লেইমাখঙ্গ-এর এসবিআই শাখাতেও ভাঙচুর চালায় লাইনে দাঁড়ানো, বিরক্ত গ্রাহকরা। তারা জানলা ভেঙে দেয়, নেম প্লেটও ভেঙে দেওয়া হয় শাখার।

উল্লেখ্য, নোট বাতিল ইস্যুতে মণিপুরের রাজধানীতে বিরোধীদের প্রতিবাদ অব্যাহত। তারই মধ্যে ব্যাঙ্কে ভাঙচুরের ঘটনা। মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট টিএন হোয়াকিপ জানিয়েছেন, নোট বাতিলের জেরে চরম ভোগান্তির শিকার মানুষ। এই সিদ্ধান্তে সবথেকে বেশি কঠিন পরিস্থিতিতে পড়েছেন দিন আনা দিন খাওয়া লোকজন।