বানিহাল: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর গবাদি পশু বোঝাই একটি ট্রাকে আগুন দিল ক্ষুব্ধ জনতা। স্থানীয় রামবন জেলায় ঘটনাটি ঘটেছে। ট্রাক চালক গাড়ি ফেলে চম্পট দেয় ঘটনাস্থল থেকে।

পুলিশ জানিয়েছে, গত সন্ধেয় গবাদি পশু নিয়ে ওই ট্রাকটি কাশ্মীর যাচ্ছিল। সে সময় কোহবাগ এলাকায় বড় রাস্তার ওপর উত্তেজিত জনতা সেটি আটকে দেয়। ২৪-এর বেশি পশুকে ছেড়ে দেয় তারা, তারপর ট্রাকে আগুন দেয়। এর জেরে জাতীয় সড়কের ওপর যান চলাচল প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে।

অজ্ঞাতপরিচয় গবাদি পশু চোরাচালানকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ হয়েছে ট্রাকে আগুন দেওয়া জনতার বিরুদ্ধেও। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

জম্মু-লক্ষণপুর সড়কের ওপরেও একটি ট্রাক আটক করে ১৩টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। বেআইনিভাবে সেগুলি সাম্বা জেলায় পাঠানো হচ্ছিল। গাড়ির চালক পুলিশ দেখে চম্পট দেয়, তাকে ধরার চেষ্টা চলছে।