নয়াদিল্লি: করোনাকালে যাত্রী হচ্ছে না। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দেশের প্রথম কর্পোরেট ট্রেন "তেজস এক্সপ্রেস"-এর যাত্রা সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিল আইআরসিটিসি।
রেল সূত্রে খবর, আগামী ২৩ তারিখ থেকে বন্ধ হবে দিল্লি-লখনউ রুটের যাত্রা। পরের দিন থেকে বন্ধ হবে আমবাদাব-মুম্বই রুট। জানা গিয়েছে, বর্তমান স্থিতিতে তেজস চালালে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আইআরসিটিসি-কে।
দেখুন এক্সক্লুসিভ ছবি, বিদেশী ট্রেনকে টক্কর দেবে তেজস এক্সপ্রেস
কারণ, যাত্রী না হলেও, রেলকে লিজ বাবদ নির্ধারিত চার্জ দিতে হচ্ছিল। কিন্তু, আমদানি না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল আইআরসিটিসি-কে।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে তেজস চালানোর দায়িত্ব পায় আইআরসিটিসি। দিল্লি-লখনউ, আমদাবাদ-মুম্বই রুটে দু’জোড়া ট্রেন চালানোর দায়িত্ব পায় আইআরসিটিসি।