নয়াদিল্লি: আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর ঘিরে চাঞ্চল্য। যদিও রেলওয়ে এই খবর খারিজ করে দিয়েছে। রেল বোর্ডের সদস্য (ট্রাফিক) মহম্মদ জামশেদ জানিয়েছেন, আইআরসিটিসি-র টিকেটিং সাইট হ্যাক হয়নি বা  কোনও তথ্য ফাঁস হয়নি। সমস্ত তথ্যই সুরক্ষিত রয়েছে।
এর আগে খবর বেরিয়েছিল যে, আইআরসিটিসি-র ই-টিকেটিং সিস্টেমে গ্রাহকদের প্রোফাইলের ই-মেল ও মোবাইল নম্বর ফাঁস হয়ে গিয়েছে। এ ব্যাপারে মহারাষ্ট্রের সাইবার আধিকারিকদের উদ্ধৃতি উল্লেখ করে প্রকাশিত খবরের  যথার্থতা খারিজ করে দিয়েছেন জামশেদ। তিনি বলেছেন, সম্প্রতি দুবার সাইটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে।
সম্ভাব্য তথ্য-চুরির বিষয়টি খতিয়ে দেখতে গত ৩ মে রেলওয়ে সাইবার অপরাধ বিশেষজ্ঞ, আইআরসিটিসি-র ভিজিল্যান্স আধিকারিক এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (সিআরআইএস) আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল রেলওয়ে। এই পরীক্ষায় হ্যাকিং বা তথ্য ফাঁসের কোনও ঘটনা ধরা পড়েনি।
জামশেদ জানিয়েছেন, এ ব্যাপারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
রেলওয়ে সূত্রে খবর, সম্ভাব্য তথ্য-চুরির বিষয়টি প্রকাশ্যে আসে গত ২ মে। এর সত্যতা যাচাই করতে বিস্তারিত তদন্ত চালানো হয়।কিন্তু তথ্য-চুরির কোনও প্রমাণ পাওয়া যায়নি।
ই-টিকেটিং সিস্টেমের ডেটা মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এরমধ্যে রয়েছে, ক্রেডিট বা ডেবিট কার্ড-র বিস্তারিত বিবরণ, লগ ইন আইডি, পাসওয়ার্ড। এসব তথ্য পাচার হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।ই-টিকেট বুকিং-এর জন্য প্যান কার্ডের বিস্তারিত তথ্য প্রয়োজন হয় না।
এ ধরনের কোনও তথ্য ফাঁস হয়নি বলে আশ্বস্ত করেছে রেলওয়ে।
রেলওয়ে আরও জানিয়েছে, মোবাইল নম্বর বা ই-মেল আইডি-এর মতো তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া যেতে পারে।