নয়াদিল্লি: ৯২ পয়সায় যাত্রীদের বিমা প্রকল্পের সাফল্যের পর এবার তাঁদের মোবাইল ফোন ও ল্যাপটপের বিমা চালু করার ভাবনা রেলের।


রেলের অধীনস্থ আইআরসিটিসি-র সিএমডি এ কে মানোচা জানান, সংস্থার উচ্চপদস্থ আধিকারিক ও বিমা কোম্পানিগুলির সঙ্গে প্রাথমিক আলোচনা সারা হয়েছে।

তিনি জানান, বিমা সংস্থাগুলি ভুয়ো দাবি-র ইস্যুটি তোলেন। আইআরসিটিসি সেখানে কিছু মতামত দিয়েছে। তাদের মতামতও চাওয়া হয়েছে।

মানোচা জানান, রেলে দুর্ঘটনা ও চুরিউভয় ক্ষেত্রেই এই বিমা কার্যকর হবে। তবে, আপাতত শুধুমাত্র দুর্ঘটনার ক্ষেত্রেই বিমা সংস্থাগুলি রাজি হয়েছে।

এর আগে, গত মাসে যাত্রীদের বিমা প্রকল্প চালু করে আইআরসিটিসি। যে কোনও দুর্ঘটনা, ডাকাতি, দাঙ্গা, লুঠ বা জঙ্গি হামলার মত অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন রেলযাত্রীরা।

প্রকল্প অনুযায়ী, এর জন্য যাত্রীদের মাত্র ৯২ পয়সা অতিরিক্ত দিতে হবে। এতে বিপুল সাড়া মেলে। ইতিমধ্যে, প্রায় এক কোটি মানুষ এই প্রকল্পে সায় দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দীপাবলি উপলক্ষ্যে বিশেষ প্রকল্প অনুযায়ী ৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই প্রকল্প চালু রয়েছে।