আরও দ্রুত, সহজ রেল টিকিট বুকিংয়ের জন্য নতুন অ্যাপ চালু করছে আইআরসিটিসি

Continues below advertisement

নয়াদিল্লি: টিকিট বুক করার নতুন অ্যাপ চালু করছে ইন্ডিয়ান রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)।  তাদের এখনকার অ্যাপে নতুন অনেক ফিচার যোগ করে আগামী সপ্তাহে সেটি আনুষ্ঠানিক ভাবে ছাড়া হবে বলে জানা গিয়েছে। আরও দ্রুত টিকিট বুকিংয়ের সুবিধা দিতেই এই উদ্যোগ।

Continues below advertisement

রেল মন্ত্রকের জনৈক প্রথম সারির কর্তা জানিয়েছেন, এখন আইআরসিটিসি কানেক্ট নামে যে অ্যাপটি রয়েছে, তাতে  সর্বশেষ প্রযুক্তি যুক্ত করা হবে। নতুন অ্যাপের নাম হবে আইআরসিটিসি রেল কানেক্ট। এতে টিকিট বুক করা যাবে আরও সহজে এবং তাড়াতাড়ি।

অনলাইনে ট্রেনের টিকিং বুকিং চালায় আইআরসিটিসি। যাত্রীমহলে টিকিট কাটার অ্যাপটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি অর্থাত্ সহজে ব্যবহারযোগ্য, দ্রুততর করে তোলার দাবি ছিল। সেটাই পূরণ করা হচ্ছে।

নতুন টিকিট বুকিং অ্যাপটি তৈরি হয়েছে পরবর্তী প্রজন্মের ই-টিকেটিং সিস্টেমের ভিত্তিতে। টিকিট কাটার ওয়েবসাইটের সঙ্গে এর সংযোগ থাকবে। যাত্রীরা টিকিট সার্চ, বুক করা, রিজার্ভেশন চেক বা বাতিল করা, আসন্ন যাত্রা সংক্রান্ত অ্যালার্ট পাওয়া, যাবতীয় সুবিধা পাবেন নতুন অ্যাপে।

আইআরসিটিসি রেল কানেক্টে সম্প্রতি বুক করা টিকিটের ক্ষেত্রে যাত্রী সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। ফলে যাত্রীদের নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য বারবার লিখতে হবে না।

Continues below advertisement
Sponsored Links by Taboola