নয়াদিল্লি: ৫০ শতাংশ বাড়তে পারে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি, মোটর বাইকের বিমার প্রিমিয়াম। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই বিমার প্রিমিয়াম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব পাশ হলে, ১ এপ্রিল থেকে গাড়ির বিমার প্রিমিয়াম বাড়ার সম্ভাবনা। ১,০০০ সিসি পর্যন্ত যে কোনও ছোট গাড়ির ক্ষেত্রে তৃতীয় পক্ষের বিমায় ছাড় দেওয়া হয়েছে। দু চাকার ক্ষেত্রে এই ছাড়ের সীমা ৭৫ সিসি পর্যন্ত। ভিন্টেজ গাড়ির প্রিমিয়ামে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
আইআরডিএআই-এর প্রস্তাব অনুযায়ী, ১০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে প্রিমিয়ামের অঙ্ক বাড়িয়ে ৩,৩৫৫ এবং বড় গাড়ির ক্ষেত্রে ৯,২৪৬ টাকা করা হবে। ৩৫০ সিসির বেশি স্পোর্টস বাইক ও সুপার বাইকের ক্ষেত্রে প্রিমিয়ামের অঙ্ক বাড়িয়ে করা হতে পারে ১,১৯৪ টাকা। ৭৭ থেকে ১৫০ সিসি এবং ১৫০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত বাইকের ক্ষেত্রে প্রিমিয়ামের অঙ্ক ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাণিজ্যিক গাড়ির পাশাপাশি ই-রিকশার ক্ষেত্রেও বিমার প্রিমিয়ামের অঙ্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
৫০% বাড়তে পারে গাড়ি, বাইকের বিমার প্রিমিয়াম
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2017 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -