তিরুঅনন্তপুরম: কান্নুর বিশ্ববিদ্যালয়ে ৮০-তম ভারতীয় ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁর অভিযোগ, বিখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব বক্তৃতায় বাধা দেওয়ার চেষ্টা করেন।

এদিন বক্তব্য পেশ করার সময় কেরলের রাজ্যপাল কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতেই পড়ুয়ারা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা দাবি করেন, প্ররোচনামূলক বক্তব্য পেশ করছেন রাজ্যপাল। মঞ্চেই প্রতিবাদ জানান হাবিব। তাঁকে সরিয়ে দেন রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা।

পরে রাজ্যপাল দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হাবিব যে কথাগুলি বলেন, তার পাল্টা যুক্তি পেশ করতেই তিনি বাধা দেন। বারবার বলা সত্ত্বেও পড়ুয়ারা কথা বলতে রাজি হননি বলেও দাবি করেন রাজ্যপাল।