শরীরের দুর্গন্ধ নিয়ে অভিযোগ, মহিলাকে খুন করল 'উত্যক্ত' প্রেমিক
ABP Ananda, web desk | 25 Sep 2016 12:41 PM (IST)
পটনা: শরীরে দু্র্গন্ধ নিয়ে প্রেমিকের কাছে বারবারই অভিযোগ করতেন এক মহিলা। এতে উত্যক্ত হয়ে প্রেমিকাকে খুন করল প্রেমিক। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। মৃতা ২৫ বছরের বিভা সাত বছরের এক সন্তানের জননী। তিনি ভোলা নামে অভিযুক্তের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পটনার বিষ্ণুপুরে তারা লিভ-ইন করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভা বরাবরই ভোলার শরীরে দুর্গন্ধ নিয়ে অভিযোগ করতেন। এতে বিভা খুবই বিরক্ত হতেন। এই নিয়ে দুজনের বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। এভাবে বিভার সঙ্গে ফের ঝগড়া শুরু হওয়ায় রাগের মাথায় ভোলা তাঁকে শ্বাসরুদ্ধ করে খুন করে। এরপর ভোলা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের কাছে ঘর থেকে পচা গন্ধ বের হওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ দরজা ভেঙে বিভার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই পুলিশ রাজাবাজারের একটি শোরুম থেকে পুলিশ ভোলাকে গ্রেফতার করে।