ইম্ফল: ১৬ বছরের এক দীর্ঘ লড়াইয়ের ইতি। ১৬ বছরের এক প্রতিজ্ঞার অবসান। ১৬ বছরের অনশন ভাঙছেন ইরম চানু শর্মিলা।
ভাই সিংহজিৎ সোমবার জানান, মঙ্গলবার সকালে অনশন ভাঙবেন ৪৪ বছরের শর্মিলা। মণিপুর থেকে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার করার দাবি নিয়ে ২০০০ সাল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শর্মিলা।
রাইল্স টিউব দিয়ে তাঁকে তরল পদার্থ খাওয়ানো হয়। আটক করা হলেও, তাঁর অনশন কেউ ভাঙতে পারেননি। গত ১৬ বছর ধরে জেলই তাঁর ঘর, জেলই তাঁর হাসপাতাল। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও অটূট ছিল তাঁর অনশন। লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন শর্মিলা। তাঁর এই লড়াইয়ের জন্য শর্মিলাকে মণিপুরের ‘লৌহ নারী’ বলে ডাকা হয়ে থাকে।
সেই শর্মিলা ইরম আগামীকাল স্থানীয় আদালতে নিজের অনশন ভাঙবেন। জানা গিয়েছে, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর আদালত তাঁকে জামিন দেবে।
সম্প্রতি, অনশন প্রত্যাহার করে রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত জানান ইরম শর্মিলা। তিনি বলেন, এবার থেকে অনশন নয়, রাজনীতির ময়দানে নেমে আফস্পা প্রত্যাহার নিয়ে তিনি লড়াই চালাবেন। আগামীকাল আদালতে প্রচুর ভক্ত-সমর্থকদের মাঝে সেই অনশন ভাঙছেন শর্মিলা।
সিংহজিৎ জানান, বাড়িতে ৮৪ বছরের মা শাখী দেবী রয়েছেন। কিন্তু শর্মিলার সিদ্ধান্ত, আফস্পা প্রত্যাহার না করিয়ে তিনি মায়ের সঙ্গে দেখা করবেন না। তাই, জামিন পাওয়ার পর বাড়ি ফিরবেন না শর্মিলা। তাঁর পরিবারও জানেন না, জামিনের পর শর্মিলা কোথায় থাকবেন। শুধু জানেন, বাড়ির মেয়ে আগে নিজের রাজনৈতিক জীবন শুরু করবেন।
অনশন শেষ হলেও লড়াই এখনও শেষ হয়নি মণিপুরের ‘লৌহ নারী’-র।
মঙ্গলবার অনশন ভাঙছেন ইরম শর্মিলা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2016 10:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -