নয়াদিল্লি: নির্বাচনে লড়া, পাশাপাশি বিদেশি প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ইরম শর্মিলাকে হুমকি মণিপুরী জঙ্গি সংগঠনের। শর্মিলার সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে বলে তাঁকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে ‘অ্যালায়েন্স ফর সোস্যালিস্ট কাংলেইপাক’ নামে গোষ্ঠীটি। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বাতিলের দাবিতে ১৬ বছরের অনশন সম্প্রতি তুলে নেওয়ার ঘোষণা করা শর্মিলাকে তারা শুনিয়ে রেখেছে, লক্ষ্য থেকে সরে গিয়ে মূল স্রোতে ফিরে ভোটে লড়ার পর ‘কয়েকজন প্রাক্তন বিপ্লবী নেতাকে কিন্তু খুন হতে হয়েছে’!
এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটির চেয়ারম্যান এন ওকেন বলেছেন, যাঁরা সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন, তাঁদের সকলেই এটা ভাল করেই বুঝে গিয়েছিলেন যে, শেষ পর্যন্ত কিছুই মেলে না। ওকেনের গোষ্ঠীটি স্বাধীন মণিপুর চায়।
গত মাসেই শর্মিলা ৯ আগস্ট অনশন তুলে নেবেন, রাজ্যে আগামী বিধানসভা ভোটে লড়বেন বলে ঘোষণা করেন। ডেসমন্ড কুটিনহো নামে গোয়ার বংশোদ্ভূত ব্রিটিশ প্রেমিককে বিয়ে করবেন বলেও জানান। লেখক-সমাজকর্মী এই কুটিনহোর সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক অনেকদিনের। কুটিনহোর লেখা চিঠিপত্র নিজের শয্যার পাশে একটি বাক্সে যত্ন করে তুলে রেখে দিয়েছেন, জানিয়েছেন শর্মিলা। কিন্তু কুটিনহোর সঙ্গে তাঁর প্রেমকেও সন্দেহের চোখে দেখে মণিপুরের জঙ্গি সংগঠনটি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, হোক না কুটিনহো অনাবাসী ভারতীয়, কাংলেইপাকের (আদি মণিপুর) মানুষের চোখে তিনি তো বহিরাগত, ভারতীয়! এমনকী তারা এহেন আশঙ্কাও জানিয়েছে যে, আফস্পা ও ভারতের ‘ঔপনিবেশিক আধিপত্যে’র বিরুদ্ধে শর্মিলার সংগ্রাম দুর্বল করতেই কুটিনহোকে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। প্রেমিকের আড়ালে আসলে তিনি একজন চর!
শর্মিলাকে অনশন চালিয়ে যেতে বলেছে আরও কয়েকটি জঙ্গি সংগঠন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভোটে লড়া, ‘বহিরাগত’কে বিয়ে করার সিদ্ধান্তে ইরম শর্মিলাকে হুঁশিয়ারি মণিপুরি জঙ্গি গোষ্ঠীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 01:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -