আমদাবাদ: গুজরাতে ভোটপ্রচারের ফাঁকে মন্দিরে মন্দিরে গিয়ে তিনি রাজ্যের মঙ্গল, সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন বলে জানালেন রাহুল গাঁধী। তাঁর মন্দির সফরকে নিশানা করে কটাক্ষ, বিদ্রূপ করছে বিজেপি। রাজ্যের শাসক দলের মোকাবিলায় এটা তাঁর নরম হিন্দুত্বের কৌশল, এও বলা হচ্ছে। সমালোচনার পাল্টা গতকাল কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়া রাহুলের প্রশ্ন, আমার মন্দিরে যাওয়া কি অন্যায়?


রাহুল প্রধানমন্ত্রীকে সাংবাদিক সম্মেলনে নিশানা করেন। বলেন, অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কোনও কথা নেই নরেন্দ্র মোদীর মুখে, রাফালে যুদ্ধবিমানের ডিল ঘিরে দুর্নীতি সম্পর্কেও একটিও শব্দ নেই। পাশাপাশি গুজরাতে বিজেপিকে হারাতে পাকিস্তান চক্রান্ত করছে, সাসপেন্ড কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে ডিনার বৈঠকে পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে এ ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও সামিল, মোদীর এই অভিযোগের জবাব দেন রাহুল। জানিয়ে দেন, মনমোহন সিংহের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয়।
পাকিস্তানের সঙ্গে গুজরাত ভোট নিয়ে মনমোহন হাত মিলিয়েছেন বলে অভিযোগ করেন মোদী। পাল্টা মনমোহন অভিযোগ করেন, মোদী এক বিপজ্জনক নজির তৈরি করলেন। দেশবাসীর কাছে এজন্য তাঁকে ক্ষমা চাইতেও বলেন ইউপিএ আমলের প্রধানমন্ত্রী। রাহুল বলেন, মোদীজী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে যা বলেছেন, সেটা মানা যায় না।
আজ নরেন্দ্র মোদীর সি প্লেনে যাত্রাকেও কটাক্ষ করে রাহুল পাল্টা বলেন, উন্নয়নের ইস্যু থেকে নজর ঘোরানোর প্রয়াস এটা।