নয়াদিল্লি: ভারতে চরবৃত্তির কাজে বাজপাখিদের কাজে লাগাচ্ছে পাকিস্তান? সম্প্রতি রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরে ধরা পড়া একটি বাজপাখির পায়ে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র এই সন্দেহ উস্কে দিয়েছে।
ভারতের ক্ষতিসাধনের জন্য দীর্ঘদিন ধরেই সম্ভাব্য সকল উপায় অবলম্বন করে চলেছে পাকিস্তান। এবার শ্রী গঙ্গানগরে একটি বাজপাখিকে দেখে সন্দেহ হওয়ায় সেটিকে ধরেন নিরাপত্তাকর্মীরা। ভালো করে পরীক্ষা করে দেখা যায়, পাখিটির পায়ের সঙ্গে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র।
বাজপাখির পায়ে এ ধরনের ইলেকট্রনিক যন্ত্র বেঁধে রাখার উদ্দেশ্য কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রশ্ন উঠেছে, ভারতে চরবৃত্তি করতে ওই বাজপাখিটিকে ব্যবহার করেছিল? এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বার্তাবাহী পায়রাদের চিহ্নিত করা এবং সেগুলিকে থামিয়ে দেওয়ার কাজে বাজপাখিদের ব্যবহার করা হত। শক্তিশালী এই পাখি প্রায় ৫ কিলোমিটার দূর থেকে শিকারের ওপর নজর রাখতে পারে।



সম্প্রতি, পঞ্জাবের গুরদাসপুরে পাকিস্তান লেখা বেলুনও পাওয়া গিয়েছে। এই ঘটনাও উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, পাকিস্তানের দিক থেকেই ওই বেলুনগুলি উড়ে এসেছে।