নয়াদিল্লি: জানুয়ারি মাসে হরিদ্বারের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার হওয়া জঙ্গিরা আইএসের ‘হরিদ্বার মডিউল'-এর সদস্য। অর্ধকুম্ভমেলায় বিস্ফোরণের ছক কষেছিল এরা। দিল্লির এক বিশেষ আদালতে ৬ অভিযুক্তের বিরুদ্ধে এই অভিযোগে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। দেশলাইয়ের কাঠি থেকে বারুদ জোগাড় করে আইইডি দিয়ে ঘটানো হত বিস্ফোরণ। চার্জশিটে অভিযুক্তরা হল আখলাতুর রহমান, মহম্মদ আজিমুশান, মহম্মদ মিরাজ, মহম্মদ ওসামা, মহসিন ইব্রাহিম সইদ ও ইউসুফ আল হিন্দি। এদের প্রত্যেকের কাছে দেশলাইকাঠির বারুদ মিলেছে বলে এনআইএ জানিয়েছে।


এনআইএ বলেছে, ২০১৪-০র জুনে মিরাজের সঙ্গে ইউসুফ আল হিন্দির যোগাযোগ হয়। এই ইউসুফ সিরিয়ায় আইএসের হ্যান্ডলার ছিল। সে তাকে ফেসবুক,স্কাইপে, হোয়াটসঅ্যাপের মত নানা মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে দেশলাইকাঠি থেকে বারুদ নিয়ে আইইডি তৈরির ব্যাপারে তথ্য পাঠায়। আজিমুশানের কাছ থেকে যে দেশলাইয়ের পাউডার মিলেছে, তা পরীক্ষা করে তাতে পটাসিয়াম, অ্যান্টিমনি, ফসফরাস, ক্লোরেট, সালফাইড ও অ্যামোনিয়াম পাওয়া গেছে বলে জানিয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। তারা জানিয়েছে, এতে প্রমাণিত, আপাত নিরীহ দেশলাই কাঠি থেকেও জঙ্গিরা চাইলে বিস্ফোরক বানিয়ে ফেলতে পারে।