নয়াদিল্লি: ২০০০ টাকার নোটের খুচরো করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানে ২০০ টাকার নোট চালু করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০০ টাকার নোট চালু করার প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই খবর সত্যি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জমানায় দ্বিতীয় নতুন নোট বাজারে আসবে। একইসঙ্গে গত বছরের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরও এটি হবে দ্বিতীয় নতুন নোট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ টাকার নোটের প্রস্তাব এখন সরকারের শিলমোহরের অপেক্ষায় রয়েছে। সরকারের অনুমোদন পেলেই এই নোট ছাপানোর কাজ শুরু হয়ে যাবে।

প্রতিবেদনে জানা গেছে, ২০০ টাকার নোট চালু হলেও অন্য কোনও নোট বাতিল হবে না।