নয়াদিল্লি: স্মার্টফোনে মাধ্যমে ভারতের নিরাপত্তা সংস্থাগুলির উপর নজরদারি চালাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাশাপাশি প্রাক্তন সমরকর্মীদের চাকরি ও অর্থের টোপ দিয়ে চরবৃত্তির কাজে লাগাতে চাইছে তারা।

 

মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরী। তিনি বলেছেন, ভারতের নিরাপত্তারক্ষীদের স্মার্টফোনে জাল গেম, মিউজিক, ভিডিও এবং এন্টারটেইনমেন্ট অ্যাপ পাঠিয়ে তার মাধ্যমে নজরদারি চালানোর চেষ্টা করছে আইএসআই। প্রাক্তন সেনাকর্মীদেরও চর হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২০১৩ থেকে এখনও পর্যন্ত সাত জন প্রাক্তন সেনাকর্মীকে চরবৃত্তির দায়ে গ্রেফতার বা আটক করা হয়েছে।

 

আইএসআই-এর এই অপচেষ্টা রুখতে সতর্ক হয়ে গিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রককে কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত নীতি ও নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে। সাইবার হানা ঠেকানোর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।