মুম্বই: আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুম্বই বিমানবন্দরে হামলার ‘হুমকি-চিঠি’ দিল আইএস। বিমানবন্দরের শৌচাগারে এমন একটি চিঠি মেলার পরই নিরাপত্তা জোরদার করা হল।


সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী কার্গো টার্মিনালের শৌচাগারে একটি নোট পান। দাবি, তাতে ইসলামিক স্টেটের নামে আগামী ২৬ তারিখ বিমানবন্দরে হামলার ছক করা হয়েছে। চিঠিতে লেখা—২০১৮ সালের ২৬ জানুয়ারি কার্গোতে হামলা কর, আইএস।


এই নোট মেলার সঙ্গে সঙ্গে গোটা কার্গো টার্মিনাল খালি করে দেওয়া হয়। তল্লাশিতে নেমে পড়ে পুলিশ, বম্ব স্কোয়াড, সিআইএসএফ কর্মীরা। কার্গো এরিয়ায় প্রত্যেকটি পার্সেল, বাক্সে তন্নতন্ন করে তল্লাশি চলছে। যদিও, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র।


তিনি জানান, সম্ভবত কোনও উড়ো চিঠি হবে। যদিও, বিষয়টিকে হাল্কা করে দেখা হচ্ছে না। কার্গো এরিয়া সহ গোটা বিমানবন্দরে অন্তর্ঘাত-দমন তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, বিমানবন্দরের কার্গো এরিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকে না সিআইএসএফ।